ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫
ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর লক্ষ্য নিয়ে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে তিনজন পেসার এবং দুইজন স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। ইনজুরির কারণে এ ম্যাচে কেরতে পারছেন না মাহমুদউল্লাহ রিয়াদ।

ভারতের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে বাংলাদেশ। পাশাপাশি ভারতের বিপক্ষে খেলতে নামলে বাংলাদেশ শিবির সবসময়ই উজ্জীবিত থাকে। জয়ের সেই ধারা বজায় রাখতে চায় বাংলাদেশ।

ব্যাটিং নেওয়ার পর অধিনায়ক শান্ত জানান, দলের প্রস্তুতি নিয়ে তিনি খুবই খুশি। ২০২২ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কথাও তুলে ধরেন তিনি।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান। 

সব মিলিয়ে বাংলাদেশ-ভারত এখন পর্যন্ত ৪১টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৩২টিতে ভারত এবং ৮টিতে জিতেছে বাংলাদেশ। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

এর মধ্যে আইসিসি ইভেন্টে মাত্র একবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আর কখনও তাদের হারাতে পারেনি টাইগাররা।

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ শামি।

২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। আইসিসির ইভেন্টে যা এখন অবধি টাইগারদের সেরা ফলাফল। ওই আসরের সেমিতে ভারতের কাছে ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ। পরবর্তীতে ফাইনালে পাকিস্তানের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয় ভারতের।



শেয়ার করুন :