ভারতের বিপক্ষে সেরাটাই খেলবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী শান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
ভারতের বিপক্ষে সেরাটাই খেলবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী শান্ত

শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়া বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত। দুবাইয়ের মাঠে ভারতের বিপক্ষে নিজেদের সেরা খেলতে দল প্রস্তুত বলে জানালেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বলেন, আমি সত্যিই আত্মবিশ্বাসী যে, ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার জন্য দল ভালোভাবে প্রস্তুত।

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নিজেদের প্রথম ম্যাচ খেলতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঢাকার সময় বিকেল ৩টায় শুরু হবে খেলা। তার আগে বুধবার সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন টাইগার অধিনায়ক।

ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ নিয়ে শান্ত বলেন, “আমার মনে হয় (ভারতের বিপক্ষে) আমাদের সব বিভাগেই ভালো করতে হবে; ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। কারণ, আমি মনে করি গত কয়েক বছর ধরে আমরা এ ফর্ম্যাটে (ওয়ানডে) যেভাবে খেলেছি...আমাদের একটি ভালো দল আছে। আমি সত্যিই আত্মবিশ্বাসী যে, আমরা ভালোভাবে প্রস্তুত ম্যাচে নিজেদের সেরাটা দিতে।”

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে ভারত ছাড়াও স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে পেয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষদের নিয়ে শান্ত বলেন, ‍“টুর্নামেন্টে আটটি দলই মানসম্পন্ন। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের ভালো স্মৃতি আছে। সম্প্রতিক আমরা কয়েকটি ম্যাচও জিতেছি।”

তবে ভারতের বিপক্ষে জয়ের স্মৃতি থাকলেও সেটাকে অতীত বলে স্মরণ করিয়ে দেন টাইগার অধিনায়ক। বলেন, “গত বছর ভারতের বিপক্ষে আমাদের কিছু ভালো স্মৃতি আছে, তবে সেটা অতীত। আমরা আগামীকাল যদি ভালো খেলি এবং আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করি তাহলে আমাদের জন্য একটি ভালো ম্যাচ হবে।”

চলমান টুর্নামেন্টে পাকিস্তান এবং ভারতকে ফেভারিট ধরা হচ্ছে। সেখানে বাংলাদেশ কিভাবে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে এবং এটি বাংলাদেশের জন্য কোন সুবিধাও কি-না -এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, “বাংলাদেশ এ ফরম্যাটে বেশ ভারসাম্যপূর্ণ দল। আমরা বিশ্বাস করি এ টুর্নামেন্টে বাংলাদেশ যেকোনো দলকে হারাতে পারে।”

তিনি আরও বলেন, “এ টুর্নামেন্টে সব দলই ট্রফি জেতায় সক্ষম। তবে আমরা প্রতিপক্ষদের নিয়ে খুব বেশি ভাবছি না। আমরা যদি আমাদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা যেকোনো দিন যেকোনো দলকে হারাতে পারবো।”



শেয়ার করুন :