স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করছে পাকিস্তান। এর মধ্য দিয়ে ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে গড়ালো আইসিসির কোন ইভেন্ট।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টস জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক পাকিস্তান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তান। তবে ভারতীয় দল সরকারের কাছ থেকে পাকিস্তান সফরে অনুমতি না পাওয়ায় টিম ইন্ডিয়া তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে।
হাইব্রিড মডেলের অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। তাই পাকিস্তানের তিনটি ভেন্যু করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে হবে কিছু ম্যাচ। সব মিলিয়ে টুর্নামেন্টে ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সব ম্যাচই দিবা-রাত্রির। ৯ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট।
পাকিস্তান একাদশ
ফখর জামান, বাবর আজম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটরক্ষক), সালমান আলি আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, উইল ইয়ং, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, ম্যাট হেনরি, উইলিয়াম ও'রর্কে।