৩৮.২ ওভারেই অলআউট বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
৩৮.২ ওভারেই অলআউট বাংলাদেশ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের (এ দল) বিপক্ষে প্রথমে ব্যাট করে ৩৮.২ ওভারে ২০২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।

প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬০ রান তুলে বাংলাদেশ। এ সময় ওপেনার তানজিদ হাসান ৬ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১২ রানে আউট হন। ২০ ওভার শেষে বাংলাদেশের রান গিয়ে দাঁড়ায় ৩ উইকেটে ১০৪।

ভালো শুরু করেও ৩৫ রানে আউট হন আরেক ওপেনার সৌম্য সরকার। ২১ থেকে ৩০ ওভারের মধ্যে ব্যাটিং ধসে চাপে পড়ে বাংলাদেশ। এ সময়ে ৪ উইকেটের বিনিময়ে ৩৬ রান যোগ করতে পারে তারা।

তাওহিদ হৃদয় ২০, মেহেদি হাসান মিরাজ ৪৪, মুশফিকুর রহিম ৭ ও জাকের আলি ৪ রানে ফিরেন। এরপর লোয়ার অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় ২শর রানের কোটা স্পর্শ করতে সক্ষম হয় বাংলাদেশ। ২০২ রানে শেষ হয় টাইগারদের ইনিংস।

রিশাদ হোসেন ১৪, তানজিম সাকিব ৩০, নাসুম আহমেদ ১৫ ও তাসকিন আহমেদ অপরাজিত ৪ রান করেন। বোলিংয়ে পাকিস্তানের উসামা মীর ১০ ওভারে ৪৩ রানে ৪ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ২০২/১০ (৩৮.২ ওভার); (মিরাজ ৪৪, সৌম্য ৩৫, হৃদয় ২০, শান্ত ১২, মুশফিক ৭, জাকের ৪, তানজিম ৩০, নাসুম ১৫, তাসকিন ৪*, উসামা ৪/৪৩)।



শেয়ার করুন :