চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি বাড়লো ৫৩ শতাংশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি বাড়লো ৫৩ শতাংশ

দীর্ঘ সাত বছর বিরতির পর মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। হাইব্রিড মডেলে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি সর্বশেষ আসর থেকে ৫৩ শতাংশ বাড়িয়েছে আইসিসি। ঘোষিত প্রাইজমানিতে চ্যাম্পিয়ন দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার।

১৯ ফেব্রুয়ারি (বুধবার) থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। ২০২৫ সালের এ আসরে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বমোট প্রাইজমানি ৬.৯ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় ৮৩ কোটি টাকার বেশি।

আসরে রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক, ১.১২ মিলিয়ন ডলার। সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়া দল পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সেমি-ফাইনাল খেলবে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচের বিজয়ী দল পাবে ৩৪ হাজার ডলারেরও বেশি অর্থ পুরস্কার। এছাড়া
আসরে পঞ্চম বা ষষ্ঠ স্থান অর্জনকারী দল পাবে ৩ রাখ ৫০ হাজার ডলার এবং সপ্তম এবং অষ্টম স্থান অর্জনকারী দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার।

ম্যাচ জয়ী ছাড়া এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি অংশগ্রহণকারী প্রত্যেক দলের জন্য আলাদা পুরস্কার রেখেছে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করা আটটি দলের প্রত্যেকের জন্য ১ রাখ ২৫ হাজার ডলার করে প্রদানের নিশ্চয়তা দিয়েছে আইসিসি।

আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেছেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫ ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আর্থিক প্রণোদনার বাইরে এ টুর্নামেন্ট বিশ্বব্যাপী ভক্তদের মোহিত করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



শেয়ার করুন :