স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ মেয়েদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ওয়ানডেতে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ফিফটির পর নাহিদাদের বোলিংয়ে ৬০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।
জ্যোতিদের এ জয়ে তিন ম্যাচ সিরিজের ১-১ ব্যবধানে সমতায় ফিরলো বাংলাদেশ। প্রথম ম্যাচে ক্যারিবিয়ান নারীদের বিপক্ষে ৯ উইকেটে হেরেছিল টাইগ্রেসরা।
এদিকে, এ জয়ে বিশ্বকাপে সরাসরি খেলার দুয়ারে দাঁড়ালো বাংলাদেশ। সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে জয় পেলেই সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশের মেয়েরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দিনগত রাতে (বাংলাদেশ সময়) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে গুটিয়ে গেলেও জ্যোতির ফিফটিতে ১৮৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
ব্যাট হাতে ৬৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক জ্যোতি
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েদের বোলিং তোপে ৩৫ ওভারে ১২৪ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের ইনিংস। ফলে ৬০ রানের জয় তুলে নেয় বাংলাদেশ।
দলের পক্ষে ব্যাট হাতে ৬৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক জ্যোতি। ১২০ বলে তার এই ইনিংসে ৫টি চারের মার ছিল। জ্যোতির পর দ্বিতীয় সর্বোচ্চ রান ২৩ আসে সোবহানা মোস্তারির ব্যাট থেকে। এছাড়া ওপেনার ফারজানা হক পিংকি ১৮, মুর্শিদা খাতুন ১২, শারমিন আক্তার ১১ এবং স্বর্ণা আক্তার ২১ রান করেন।
গুরুত্বপূর্ণ ৩ উইকেট শিকারে ম্যাচ সেরা হয়েছেন নাহিদা আক্তার
জয়ের জন্য ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে চাপে পড়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। নিয়মিত বিরতি উইকেট শিকার করে টাইগ্রেসরা। শেষ পর্যন্ত ৩৫ ওভারে ১২৪ গুটিয়ে যায় ক্যারিবিয়দের ইনিংস।
বাংলাদেশের পক্ষে বল হাতে নাহিদা আক্তার ৩টি এবং মারুফা আক্তার, রাবেয়া খান ও ফাহিমা খাতুন ২টি করে উইকেট শিকার করেন।
ক্যারিবিয়ানদের বিপক্ষে এমন দাপুটে জয়ে ম্যাচ সেরা হয়েছেন বল হাতে ৩ উইকেট শিকার করে নাহিদা আক্তার।