চ্যাম্পিয়নস ট্রফির দলে নেই লিটন দাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৯ পিএম, ১২ জানুয়ারি ২০২৫
চ্যাম্পিয়নস ট্রফির দলে নেই লিটন দাস

তামিম ইকবাল অবসর নিয়েছেন, সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ থাকায় না থাকার বিষয়টি নিশ্চিতই ছিল। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তামিম-সাকিব না দলে জায়গা পাননি লিটন কুমার দাসও।

রোববার (১২ জানুয়ারি) নাজমুল হাসান শান্তর নেতৃত্বাধীন ১৫ সদস্যের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিব-তামিম না থাকায় পঞ্চপাণ্ডবের মধ্যে দলে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। এছাড়া চমক হিসেবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দলে রয়েছেন পারভেজ হোসেন ইমন।

অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল

লিটন কুমার দাস বাদ পড়েছেন তার পারফর্ম্যান্সের কারণেই। দেশের হয়ে সর্বশেষ পাঁচ ওয়ানডে লিটনের ব্যাট থেকে রান এসেছে মোট ৬ রান। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতের ডাক মেরেছেন লিটন। বাকি দুই ম্যাচের মধ্যে একটিতে ৪ এবং বাকি ম্যাচে ২ রান করেছেন।

চ্যাম্পিয়নস ট্রফিতে টাইগারদের দলে বোলিংয়ে রয়েছেন চার পেসার। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের সাথে রয়েছেন নাহিদ রানা ও তানজিম হাসান।

সাকিবের বোলিং নিষেধাজ্ঞা বহাল

এছাড়া স্পিন আক্রমণে মেহেদী হাসার মিরাজের সাথে রয়েছেন নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দল
নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী, তানজিদ হাসান, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন ইমন।



শেয়ার করুন :