ক্যারিবিয়ানে রেকর্ড ৩২২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৫ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪
ক্যারিবিয়ানে রেকর্ড ৩২২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচে হোয়াইটওয়াশ থেকে রক্ষার পেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড রানের সংগ্রহ গড়লো বাংলাদেশ। সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলির ফিফটিতে ৩২১ রান করেছে টাইগাররা। যা ক্যারিবিয়দের বিপক্ষে সর্বোচ্চ রানের স্কোর।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে ৬ উইকেটে ৩০১ রান করেছিল বাংলাদেশ। যা এতদিন ক্যারিবিয়ানে বাংলাদেশের একমাত্র তিনশ ছোঁয়া ইনিংস ছিল। তবে এবার সেটি টপকে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩২১ রান করলো মিরাজ-মাহমুদউল্লাহরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ওপেনার তানজিদ হাসান ব্যর্থ হলেও জ্বলে উঠেছিল সৌম্য সরকারের ব্যাট। ৭৩ বল খেলে ৬টি চার ও চারটি ছক্কার মাইরে ৭৩ রান করেন সৌম্য।

এছাড়া সমান ৭৩ বল খেলা অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ৭৭ রান। তার এই ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কার মার ছিল।

সৌম্য ও মিরাজ আউট হলেও ব্যাট হাতে অপরাজিত ফিফটি পার করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনিক।

ষষ্ঠ উইকেট জুটিতে তারা ১৪০ রানের পার্টনারশীপ গড়েন তারা। শুধু তাই নয়, শেষ দশ ওভারে তারা ১০৪ রান করেন। যেখানে ব্যাট হাতে মাহমুদউল্লাহ রিয়াদ ৮৪ এবং জাকের আলী ৬২ রানে অপরাজিত ছিলেন।

৬৩ বলের ইনিংসে ৭টি চার ও ৪টি ছক্কা হাকান মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ৫৭ বল খেলা জাকের আলী ৫টি চার ও ২টি ছক্কা মারেন।



শেয়ার করুন :