ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করার পর এবার ওয়ানডে সিরিজ খেলতে নামলো বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচেই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ক্যারিবিয়দের ব্যাটিং মোকাবেলায় একাদশে তিন পেসারের সাথে রাখা হয়েছে দু’জন স্পিনার।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টেও টস জিতেছিল মেহেদী মিরাজ। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেও টস জয়ের হ্যাটট্রিক করলো এ টাইগার অলরাউন্ডার। নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে থাকায় দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
অধিনায়ক ছাড়াও দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার ইনজুরিতে থাকায় তরুণ নির্ভর দল নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে দলে ফিরেছেন লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদ।
একাদশে তিন পেসার হিসেবে রয়েছেন তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। অধিনায়ক মিরাজের সাথে স্পিন আক্রমণে রয়েছেন রিশাদ হোসেন।
এদিকে, টস জিতে মেহেদী মিরাজ প্রথমে ব্যাটিং নিলেও ক্যারিবিয় অধিনায়ক খুশি। টস শেষে তিনি জানিয়েছেন, টস জিতলে প্রথমে তিনি বোলিংটাই বেছে নিতেন।
দুই অধিনায়কই খুশি। সর্বশেষ দুটি ওয়েস্ট ইন্ডিজ সফরেই ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার দলটা একেবারেই নতুন বলা যায়, নতুন অধিনায়ক। এবার কি ওয়েস্ট ইন্ডিজে টানা ওয়ানডে সিরিজ জয়ের হ্যাটট্রিক হবে
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক) জাকের আলী অনিক (উইকেটকিপার) রিশাদ হোসেন, তানজিম হাসান তামিম, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা।