ভারতকে চোখ রাঙিয়ে আবারও এশিয়া চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০১ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪
ভারতকে চোখ রাঙিয়ে আবারও এশিয়া চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

ছবি: এসিসি

অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। ফাইনালে ভারতীয় যুবাদের বিপক্ষে চোখে চোখ রাঙিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে টাইগার যুবারা। এর আগে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পা রেখেছিল বাংলাদেশ।

রোববার (৮ ডিসেম্বর) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে ১৯৮ রানে সংগ্রহ গড়ে বাংলাদেশের যুবারা। স্বল্প সংগ্রহ নিয়েও দমে যায়নি টাইগার যুবারা। ভারতীয় যুবাদের বিপক্ষে চোখে চোখ রাঙিয়ে খেলেছে আজিজুল হাকিমরা।

১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করেতে নেমে ইমন ফাহাদদের বোলিং তোপে ৩৫.২ ওভারে ১৩৯ রানেই গুটিয়ে যায় ভারতীয় যুবাদের ইনিংস। ফলে ভারতের বিপক্ষে ৫৯ রানের জয় তুলে নিয়ে টানা চ্যাম্পিয়ন হয় বাংলোদেশ।

ভারতকে ১৩৯ রানে গুটিয়ে দেওয়ার পথে বল হাতে অধিনায়ক আজিজুল হাকিম এবং ইকবাল হোসেন ইমন। এছাড়া আল ফাহাদ দুটি এবং মারুফ মৃধা ও রিয়াজ হোসেন একটি করে উইকেট শিকার করেছেন।

এর আগে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের বিপক্ষে মোহাম্মদ শিহাব জেমস ৪০ , রিয়াজ হোসেন ৪৭ এবং ফরিদ হাসানের ৩৯ রানে ইনিংসে ভর করে ১৯৮ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ।

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে ফাইনাল সেরা ক্রিকেট নির্বাচিত হয়েছেন ২৪ রানে ৩ উইকেট শিকার করা ইকবাল হোসেন ইমন। পুরো আসরে মোট ১৩টি উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরাও হয়েছে বাংলাদেশের এ যুব ক্রিকেটার।



শেয়ার করুন :