আইরিশ মেয়েদের হোয়াইটওয়াশ করলো টাইগ্রেসরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪
আইরিশ মেয়েদের হোয়াইটওয়াশ করলো টাইগ্রেসরা

সিরিজের প্রথম ম্যাচে ১৫৪ রান, দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট এবং শেষ ও তৃতীয় ম্যাচে ৭ উইকেটের জয়। আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সোমবার (২ ডিসেম্বর) টস জিতে প্রথম ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে অলআউট হওয়ার আগে ১৮৫ রান করে আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ফারজানা হক পিংকি এবং শারমিনা সুপ্তার জোড়া ফিফটিতে ৩৭.৩ ওভারেই ৭ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ।

১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের পঞ্চম ওভারেই মুর্শিদাকে হারায় স্বাগতিকরা। ১৬ বলে ৮ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ৯ রানের উদ্বোধনী জুটি।

এরপর আরেক ওপেনার ফারজানা হক ও তিনে নামা শারমিন আক্তার মিলে দ্বিতীয় উইকেটে ১৪৩ রানের জুটি গড়েন। শারমিন ৮৮ বলে ৭২ রান করে ফিরলে ভাঙে সেই জুটি। ফিফটি করেছেন ফারজানাও। তবে দু'জনের কেউই ম্যাচ শেষ করে আসতে পারেননি।

শেষদিকে সুবহানা মুস্তারিকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সহজেই সেরেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি অপরাজিত ছিলেন ১৮ রান করে। আর মুস্তারি করেছেন অপরাজিত ৭ রান।

সিরিজের শেষ ম্যাচে সেরা ক্রিকেটার হয়েছেন ব্যাট হাতে ৭২ রান করা শারমির আক্তার। এছাড়া সিরিজ সেরা হয়েছেন ফারজানা হক পিংকি।



শেয়ার করুন :