ওয়ানডে সিরিজেও অধিনায়ক মিরাজ, দলে নেই সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪
ওয়ানডে সিরিজেও অধিনায়ক মিরাজ, দলে নেই সাকিব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে শান্ত খেলতে না পারায় টেস্টের পর ওয়ানডে সিরিজেও বাংলাদেশের নেতৃত্ব দিবেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ সিরিজেও সাকিব আল হাসানের খেলা হচ্ছে না।

সোমবার (২ ডিসেম্বর) মিরাজের নেতৃত্বে ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে শান্ত ছাড়াও ইনজুরির কারণে সিরিজ থেকে বাদ পড়েছেন তাওহিদ হৃদয়। তবে এক বছর পর ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলে ডাক পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব।

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানেড সিরিজের সবগুলো ম্যাচ সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে। যেখানে প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৮ ডিসেম্বর।

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো ওয়ানডেতে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কুঁচকির চোট থেকে এখনো সেরে উঠেননি। একই কারণে টেস্টে সিরিজেও দায়িত্ব পালন করছেন মিরাজ।

এছাড়া সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের মিডল-অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়কেও এ সিরিজে রাখা হয়নি। শান্তর মতো তিনিও কুঁচকির সমস্যায় ভুগছেন।

এ বিষয়ে বিসিবির ক্রীড়া চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, “তাওহিদ ‍‍হৃদয় তার ডান কুঁচকিতে ব্যথা পেয়েছেন বলে জানিয়েছেন।ফলে তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং দুই সপ্তাহের তাকে আবার মূল্যায়ন করা হবে।”

ইনজুরির কারণে শান্ত-হৃদয় খেলতে না পারায় এক বছর পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি আফিফ হোসেন ধ্রুব। দেশের হয়ে এর আগে সর্বশেষ ২০২৩ সালে ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন তিনি।

এছাড়া টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়া সাকিব আল হাসান এ সিরিজেও খেলছেন না। যদিও সাকিব আল হাসানের না খেলার কারণ জানানো হয়নি। তবে রোববার (১ ডিসেম্বর) বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, সাকিব হয়তো এখনো জাতীয় দলের খেলার মতো অবস্থায় নেই।

বাংলাদেশ দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা।



শেয়ার করুন :