প্রথম ম্যাচে ৯৮ রানে গুটিয়ে গেলেও দ্বিতীয় ওয়ানডেতে রানে দেখা পেল সফররত আয়ারল্যান্ডের মেয়েরা। সিরিজ রক্ষার ম্যাচে উইকেটরক্ষক ও ব্যাটার এমি হান্টারের ফিফটিতে বাংলাদেশ নারী দলের বিপক্ষে ৬ উইকেটে ১৯৩ রান করেছে আইরিশ মেয়েরা। ফিফটি করা এমি হান্টারে ব্যাট থেকে এসেছে ৬৮ রান।
শনিবার (৩০ নভেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আয়ারল্যান্ড। একই মাঠে সিরিজের প্রথম ম্যাচে ১৫৪ রানের ব্যবধানে জয় পেয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
আয়ারল্যােন্ডের পক্ষে ব্যাট হাতে এমি হান্টার ছাড়া ওপেনার সারাহ ফোর্বস ১৩, ওরলা প্রেন্ডারগাস্ট ৩৭, লরা ডেলানি ৩৩ এবং উনা রেমন্ড-হোয়ে ২১ রানে অপরাজিত ছিলেন।
এছাড়া বাংলাদেশের পক্ষে বল হাতে সুলতানা খাতুন ২টি এবং নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তার একটি করে উইকেট শিকার করেন।
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি এই দুই ম্যাচে বাংলাদেশকে জিততে হবে।