লক্ষ্য একটাই, দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ২৯ নভেম্বর ২০২৪
লক্ষ্য একটাই, দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয়

সিরিজের প্রথম ওয়ানডেতে ১৫৪ রানের ব্যবধানে জয় তুলে এগিয়ে রয়েছে বাংলাদেশ। লক্ষ্য এবার সিরিজ জয়, সেটিও আবার দ্বিতীয় ম্যাচেই। তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ বাকি রেখেই ট্রফি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। প্রথম ম্যাচে ১৫৪ রানের ব্যবধানে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। যা ওয়ানডে ফরম্যাটে নিজের ইতিহাসে সবচেয়ে বড় জয়।

র‌্যাংকিংয়ে নিচের দিকে থাকা আয়ারল্যান্ডের বিপক্ষে আধিপত্য বিস্তার করেই খেলছে বাংলাদেশ। রেকর্ড জয়ের ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৫২ রান করে বাংলাদেশ।

নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের নজির গড়ে তারা। এরপর বল হাতে আয়ারল্যান্ডের ব্যাটিং লাইন-আপকে ধসিয়ে দেয় বাংলাদেশের বোলাররা। ২৮.৫ ওভারে ৯৮ রানে গুটিয়ে যায় আইরিশরা।

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচও বাংলাদেশকে জিততে হবে। তবে তার আগে সিরিজ জয় নিশ্চিত করতে চায় টাইগ্রেসরা।

দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ পেসার মারুফা আক্তার বলেছেন, “আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবছি। প্রথম ম্যাচে আমরা জিতেছি। এখন আমাদের লক্ষ্য দ্বিতীয় ম্যাচে জয়।’

তিনি বলেন, “দ্বিতীয় ম্যাচ জয়ের পর আমরা তৃতীয় ম্যাচ নিয়ে ভাববো। আমরা প্রথম ম্যাচে আধিপত্য বিস্তার করে জিতেছি, যা ছিল আমাদের প্রধান লক্ষ্য। আমরা এভাবেই জয়ের জন্য চেষ্টা করবো।”

এদিকে, সিরিজের শেষ দুই ম্যাচে দলে বাড়তি উইকেটকিপার-ব্যাটার যুক্ত করেছে বাংলাদেশ। দুই বছর পর ওয়ানডে ফরম্যাচে জাতীয় দলে ফিরলেন দিলারা আক্তার।

বাংলাদেশ ওয়ানডে দল
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আকতার, দিলারা আকতার।



শেয়ার করুন :