ফারজানা-সুপ্তার জোড়া ফিফটি, বাংলাদেশের সংগ্রহ ২৫২

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৭ নভেম্বর ২০২৪
ফারজানা-সুপ্তার জোড়া ফিফটি, বাংলাদেশের সংগ্রহ ২৫২

ফারজানা হক ও শারমিন সুপ্তার জোড়া ফিফটিতে সফররত আয়ারল্যান্ড দলকে ২৫৩ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ। ব্যাট হাতে ওপেনার ফারজানা ৬১ এবং শারমিন সুপ্তা ৯৬ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২৫২ করে বাংলাদেশ।

মঙ্গলবার (২৭ নভেম্বর) মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অধিনায়কের এ সিদ্ধান্তকে বেশ ভালোভাবেই কাজে লাগান টাইগ্রেস ব্যাটাররা।

ইনিংসের ১৯তম ওভারে ব্যক্তিগত ৩৮ রানে মুর্শিদা খাতুন সাজঘরে ফিরলে দলীয় ৫৯ রানে উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশের। এরপর দ্বিতীয় উইকেট জুটি থেকে ১০৪ রান পায় বাংলাদেশ।

দলীয় ১৬৩ রানে ব্যক্তিগত ৬১ রানে ফারজানা আউট হলে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ১১০ বল থেকে চারটি চারের মারে এ রান করেন ফারজানা। বাংলাদেশ নারী এ ক্রিকেটারের এটি ১১তম ফিফটি।

ফারজানা ফিরলেও ব্যাট হাতে দারুণ খেলে গেছেন সুপ্তা। সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়েও ইনিংসের ৪৯তম ওভারের শেষ বলে ক্যাচবন্দি হন তিনি। ৯৬ রানে থেকে যায় প্রথমবারের মতো সেঞ্চুরি। ৮৯ বলে সুপ্তার এ ইনিংসের ১৪টি চারের মার ছিল।

সুপ্তা সাজঘরে ফেরার আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ফিরেন ব্যক্তিগত ২৮। এছাড়া স্বর্ণা আক্তার ১৩ এবং সুবহানা মোস্তারি ৫ রানে অপরাজিত ছিলেন।



শেয়ার করুন :