সংযুক্ত আরব আমিরাতে সিরিজের তিন ম্যাচেই ব্যাটিং স্ট্রাগল করেছে বাংলাদেশ। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে চেয়ে যেন বোলিং-ফিল্ডিংয়েই বেশি বাজে পারফরম্যান্স করলো টাইগাররা। ২৪৪ রানের লড়াকু পুঁজি নিয়েও হারতে হলো।
সোমবার (১১ নভেম্বর) সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে ভর করে ২৪৪ রানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশ।
জবাবে পেনার রহমতউল্লাহ গুরবাজের সেঞ্চুরির ও আজমতউল্লাহ উমরজাইয়ের অপরাজিত ৭০ রানের ইনিংসের ভর করে ১০ বল বাকি থাকতেই জয় তুলে নেয় আফগানিস্তান।
এ জয়ে তিন ম্যাচ লড়াইয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচ জয়ে বাংলাদেশ সিরিজে ফিরলেও ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচে লজ্জাজনক পরাজয় বরণ করেছিল টাইগাররা।