আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে জ্বলে উঠলেও আপেক্ষ নিয়ে আউট হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এ ব্যাটারের ৯৮ রানের লড়াকু ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২৪৪ রান। মাহমুদউল্লাহ ছাড়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে এসেছে ৬৬ রান।
৫০তম ওভারের শেষ বলে ৯৮ বলে ৯৮ করে রান আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। ওমরজাই শেষ ওভারের বোলিং শুরুর আগে ৯৬ রানে অপরাজিত ছিলেন অভিজ্ঞ এ ব্যাটার। ৭ চার ও ৩ ছক্কায় এ ইনিংস সাজিয়েছেন তিনি।
বাংলাদেশের ইনিংসে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যক্তিগত সেরা স্কোর। ব্যক্তিগত দ্বিতীয় সংগ্রহ ছিল এ ম্যাচে নেতৃত্ব দেওয়া মেহেদী হাসান মিরাজের। ১১৯ বল খেলে ৪টি চারে ৬৬ রান করেন তিনি।
এছাড়া টাইগার ব্যাটারদের মধ্যে বাকি আর বড় ইনিংস খেলতে পারেননি। তানজিদ হাসান তামিম ১৯, সৌম্য সরকার ২৪, জাকির হাসান ৪, তাওহিদ হৃদয় ৭, জাকের আলী ১, নাসুম আহমেদ ৫ এবং শরিফুল ২ রানে অপরাজিত ছিলেন।
আফগানিস্তানের পক্ষে বল হাতে ৪টি উইকেট শিকার করেন আজমতউল্লাহ ওমরজাই। এছাড়া মোহাম্মদ নাবি এবং রশিদ খান একটি করে উইকেট শিকার করেন।