ব্যাটে-বলে দারুণ জয়ে সমতায় ফিরলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৯ পিএম, ০৯ নভেম্বর ২০২৪
ব্যাটে-বলে দারুণ জয়ে সমতায় ফিরলো বাংলাদেশ

সিরিজ রক্ষার বাঁচা-মরার ম্যাচে দারুণভাবে জ্বলে উঠলো টাইগার ব্যাটারদের ব্যাট। নাজমুল হোসেন শান্তর ফিফটি এবং অভিষিক্ত জাকের আলীর সাহসীয় ব্যাটিংয়ের পর বাকি কাজটুকু সারলো বোলাররা। আফগানিস্তানের বিপক্ষে ৬৯ রানের জয় তুলে সিরিজে ১-১ জয়ে সমতায় ফিরলো বাংলাদেশ।

শনিবার (৯ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৫২ রানের পুঁজি গড়েছিল বাংলাদেশ। দলের পক্ষে ব্যাট হাতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭৬ রানের সাথে শেষ দিকে অভিষিক্ত জাকের আলী অনিক ২৭ বলে অপরাজিত ৩৭ রানের একটি সাহসী ইনিংস খেলেন।

জবাবে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৩.৩ বলে ১৮৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। দলে পক্ষে ব্যাট হাতে রহমত শাহ ফিফটি করলেও বাকি ব্যাটারদের বড় ইনিংস খেলতে দেননি নাসুম-মোস্তাফিজ-মিরাজরা।

বল হাতে ৮.৩ ওভার বল করে ৩২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন ভিসা জটিলতায় প্রথম ম্যাচে খেলতে না পারা নাসুম আহমেদ। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেই নিজেকে আবারও প্রমাণ করলেন নাসুম। জাকের আলীর সাথে ব্যাটিং জুটিতেও দেখিয়েছেন ব্যাটিং ঝলক। ২৪ বল খেলে এক চার ও দুই ছক্কায় করেছিলেন ২৫ রান।

এছাড়া বাংলাদেশের পক্ষে বল হাতে ২টি করে উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমান। আর শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদের নামের পাশে রয়েছে একটি করে উইকেট।

সিরিজ রক্ষার এ ম্যাচ সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ব্যাট হাতে ৭৬ রানের ইনিংস খেলা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এ ম্যাচ জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি ১-১ এ সমতা বিরাজ করলো। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৯২ রানের ব্যবধানে হারের স্বাদ পেয়েছিল। সিরিজের সমতা বিরাজ করায় শেষ ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে পরিণত হলো। ১১ নভেম্বর সারজায় অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।



শেয়ার করুন :