আফগানিস্তান সিরিজে আর খেলছেন না মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৫ পিএম, ০৭ নভেম্বর ২০২৪
আফগানিস্তান সিরিজে আর খেলছেন না মুশফিক

শঙ্কাটা একদিন আগেই জেগেছিল, এবার সেটাই সত্যি হলো। আঙুলের ইনজুরিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের বাকি দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। সিরিজের প্রথম ম্যাচে আঙুলে আঘাত পেয়েছিলেন মুশি।

দলের ফিজিও দেলোয়ার হোসেন জানিয়েছেন, আফগানিস্তান ইনিংসের শেষের দিকে উইকেট কিপিং করার সময় বাম তর্জনীতে আঘাত পান মুশফিক। ম্যাচের পর এক্স-রে রিপোর্টে ডিআইপি জয়েন্টের কাছে তার বাম তর্জনীতে চিড় ধরা পড়েছে।

তিনি আরও বলেন, মুশফিক পর্যবেক্ষণে আছেন। ফলে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না। তার পরবর্তী অবস্থা এবং ইনজুরি থেকে সুস্থ হওয়ার বিষয়ে পরে জানানো হবে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আফগানিস্তান ইনিংসের ৪৯তম ওভারে আঙুলে আঘাত পান মুশফিক। ম্যাচটিতে মাত্র ১১ রানে শেষ সাত উইকেট হারিয়ে ৯২ রানের লজ্জাজনক পরাজয় বরণ করে বাংলাদেশ।

৩ বলে ১ রান করে আফগানিস্তানের তরুণ অফ-স্পিনার আল্লাহ মোহাম্মদ গজানফারের ক্যারাম ডেলিভারিতে আউট হন মুশফিক।
২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের পর এই প্রথম ৭ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি।

সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে- ৯ ও ১১ নভেম্বর। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। মুশফিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়ায় পুরো সিরিজেই তার আর খেলা হচ্ছে না।



শেয়ার করুন :