টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০৬ নভেম্বর ২০২৪
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতের সারজায় অনুষ্ঠিত এ ম্যাচে তিন পেসারের সাথে দুই স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ।

একাদশে মোস্তাফিজুর রহমানের সাথে পেস ইউনিটে আছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। এছাড়া স্পিন বিভাগে রয়েছেন মেহেদী হাসান মিরাজ এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। ভিসা জটিলতায় নাসুম আহমেদ এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম।

অন্যদিকে, পাঁচজন অলরাউন্ডার নিয়ে খেলছে আফগানিস্তান। মোহাম্মদ নাবির সাথে স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন রাশিদ খান ও নানগেয়ালিয়া খারোটে। পেস অলরাউন্ডার হিসেবে খেলছেন আজমাতউল্লাহ ওমারজাই এবং গুলবাদিন নাইব।

আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আটাল, রেহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি, গুলবাদিন নাইব, রাশিদ খান, আল্লাহ্‌ মোহাম্মদ ঘাজানফার, নানগেয়ালিয়া খারোটে, ফাজালহাক ফারুকি।

আফগানিস্তানের বিপক্ষে ১৬ ম্যাচ খেলে ১০টিতে জয় ও ৬টিতে হেরেছে বাংলাদেশ। তারপরও নির্ভার হবার কোন উপায় নেই। ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের জন্য সাচ্ছন্দ্যময় ফরম্যাট হলেও প্রতিপক্ষ হিসেবে টাইগারদের কাছে আফগানিস্তান সব সময়ই কঠিন।



শেয়ার করুন :