আফগানিস্তান সিরিজেও অধিনায়ক শান্ত, নেই সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০১ নভেম্বর ২০২৪
আফগানিস্তান সিরিজেও অধিনায়ক শান্ত, নেই সাকিব

দলের অধিনায়কত্ব ছাড়া নিয়ে গুঞ্জন চললেও আফগানিস্তানের বিপক্ষে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তিন ম্যা সিরিজে শান্তকে অধিনায়ক ও মেহেদী হাসান মিরাজকে সহঅধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি। তবে এ সিরিজেও খেলছেন না সাকিব আল হাসান।

১৫ সদস্যের ঘোষিত দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এছাড়া নতুন মুখ হিসেবে ওয়ানডে দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার নাহিদ রানা। সাকিব আল হাসান ছাড়াও আফগানিস্তান সিরিজে অসুস্থতার জন্য বিবেচিত হননি লিটন কুমার দাস।

জ্বরের কারণে সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলতে পারেননি লিটন দাস। বিসিবি থেকে জানানো হয়েছে, জ্বর থেকে এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় আফগানিস্তান সিরিজে লিটন দাসকে বিবেচনায় নেওয়া হয়নি।

এছাড়া সাকিব আল হাসানকে দলে না রাখার বিষয়ে কোন তথ্য দেওয়া হয়নি। তবে চট্টগ্রামি বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, আফগানিস্তান সিরিজে সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা কম। কারণ হিসেবে বলা হয়, দেশে ফিরতে না পারা এবং খেলতে না পারায় সাকিব মানসিকভাবে ভালো নেই। এছাড়া খেলার মধ্য না থাকায় দীর্ঘদিন ধরে অনুশীলনও করছেন না তিনি।

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর। এছাড়া সিরিজের বাকি দুটি ম্যাচ মাঠে গড়াে যথাক্রমে ৯ এবং ১১ নভেম্বর। এর আগে শনিবার ও রোববার দুই গ্রুপে দুবাইয়ের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল।

আফগান সিরিজে বাংলাদেশ দল
সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা।



শেয়ার করুন :