চার স্পিনারকে দলে রেখে আসন্ন এশিয়া কাপ ক্রিকেটের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ১৭ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন আজগর আফগান।
এশিয়ার কাপে আফগানিস্তান দলের চার স্পিনার হলো- রশিদ খান, মুজিব-উর-রহমান, নজিবুল্লাহ জাদরান ও আফতাব আলম। এছাড়া দলে নতুন মুখ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুনির আহমেদ।
ওপেনার ও উইকেটরক্ষক আহমেদ শেহজাদের পর দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে সুযোগ পেয়েছেন মুনির। ঘরোয়া আসরে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮টি, লিস্ট ‘এ’ তে ১১টি ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২২ বছর বয়সী মুনির।
আসন্ন এশিয়া কাপে ‘বি’ গ্রুপে রয়েছে আফগানিস্তান। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ১৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে আফগানরা। ২০ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে আফগানিস্তান।
আফগানিস্তান দল
আজগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ শেহজাদ, জাভেদ আহমাদি, রহমত শাহ, সামিউল্লাাহ শেনওয়ারি, হাশমতউল্লাাহ শাহিদি, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজিব-উর-রহমান, আফতাব আলম, ইহসানুল্লাহ জানাত, সৈয়দ শেরজাদ, ওয়াফাদার ও মুনির আহমেদ কাকার।
Afghanistan's squad for the upcoming Asia Cup in UAE.#AsiaCup2018 pic.twitter.com/hQD1qTSUm3
— Afghan Cricket Board (@ACBofficials) September 2, 2018