ফিরলেন মালিঙ্গা, এশিয়া কাপে শ্রীলঙ্কার শক্তিশালী দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৮
ফিরলেন মালিঙ্গা, এশিয়া কাপে শ্রীলঙ্কার শক্তিশালী দল

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ, ছবি : ক্রিকইনফো

পেসার লাসিথ মালিঙ্গাকে ফিরিয়ে এনে আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এছাড়াও দলে ফিরেছেন দিলরুয়ান পেরেরা, দানুশকা গুনাথিলাকা ও দুশমন্থ চামিরা। ১৬ সদস্যের এই দলের নেতৃত্ব দেবেন অ্যাঞ্জেলো ম্যাথুজ।

গত বছরের সেপ্টেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলেন মালিঙ্গা। এরপর ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েন তিনি। সুস্থ মাঠে ফেরার পর ঘরোয়া ক্রিকেট দিয়ে নিজেকে ফিট করে তোলার পর নির্বাচকরা পুনরায় দলে ডাকেন মালিঙ্গাকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ চলার সময় শৃঙ্খলা ভঙ্গের কারণে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয় গুনাথিলাকাকে। তবে ঘরোয়া আসরে ভালো পারফর্ম করে আবারও এশিয়া কাপের দলে ফিরেছেন তিনি। এছাড়া দীর্ঘদিন পর দলে ফিরলেন অফস্পিনার পেরেরা। ২০১৭ সালের এপ্রিলে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা দল
অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, উপুল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল, দানুস্কা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আফোনসো, কাসুন রাজিথা, সুরাঙ্গা লাকমল, দুশমন্থ চামিরা ও লাসিথ মালিঙ্গা।



শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপের দলে সাকিব, বাদ সাব্বির

এশিয়া কাপের দলে সাকিব, বাদ সাব্বির

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ

বিশ্রামে কোহলি, এশিয়া কাপে ভারতের অধিনায়ক রোহিত

বিশ্রামে কোহলি, এশিয়া কাপে ভারতের অধিনায়ক রোহিত

১৮ জনকে নিয়ে দল ঘোষণা করলো পাকিস্তান

১৮ জনকে নিয়ে দল ঘোষণা করলো পাকিস্তান