আসন্ন এশিয়া কাপ টুর্নামেন্টকে সামনে রেখে সপ্তাহব্যাপী অনুশীলন ক্যাম্পের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৫-২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়ার বিশ্বকাপ হিসেবে পরিচিত এ টুর্নামেন্ট।
অধিনায়ক সরফরাজ আহমেদ ও কোচ মিকি আর্থারের সঙ্গে নির্বাচক কমিটি আলোচনা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দল ঘোষণা করে পিসিবি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩- ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ অনুশীলন ক্যাম্প।
প্রায় এক বছর পর পুনরায় দলে ডাক পেয়েছেন ওপেনিং ব্যাটসম্যান শান মাসুদ ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। দল থেকে বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য সাবেক অধিনায়ক আজহার আলী।
পাকিস্তান দল
ফখর জামান, ইমামুল হক, শান মাসুদ মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওযাজ, ইমাদ ওয়াসিম, হাসান আলী, উসমান সিনওয়ারি, মোহাম্মদ আমির, জুনাইদ খান, শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ।