ক্রিকেটে নবীর অনন্য রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৭ পিএম, ৩০ আগস্ট ২০১৮
ক্রিকেটে নবীর অনন্য রেকর্ড

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়ানডে ক্রিকেটে নিজেদের শততম ম্যাচ খেললো আফগানিস্তান।আফগানিস্তানের রেকর্ড গড়ার দিন ইতিহাস সৃষ্টি করলেন দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী।

তিনিও দেশের হয়ে শততম ওয়ানডে খেলতে নেমেছিলেন। এতেই ওয়ানডে ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়লেন নবী। আর সেটি হলো দেশের শততম ওয়ানডে ম্যাচে নিজেও একশতম ম্যাচ খেললেন নবী। ওয়ানডে ক্রিকেটে এমন কীর্তি গড়ার সৌভাগ্য এখন পর্যন্ত কোন খেলোয়াড়েরই হয়নি।

২০০৯ সালের ১৯ এপ্রিল প্রথম একদিনের আন্তর্জাতিক খেলতে নামে আফগানিস্তান। একই দিন ৫০ ওভার ফর্মেটে অভিষেক হয় নবীরও। এরপর বিরতিহীভাবে আফগানদের হয়ে ওয়ানডে খেলেছেন নবী। ওয়ানডেতে ফরম্যাটে দেশের জয়-হার, সুখ-দুঃখের একমাত্র সাক্ষী এই নবী।

ক্রিকেট ইতিহাসে শততম ওয়ানডে খেলা ১৪তম খেলোয়াড় নবী। তবে দেশের হয়ে টানা ম্যাচ খেলার দিক দিয়ে দ্বিতীয় খেলোয়াড় নবী। এর আগে জিম্বাবুয়ে এন্ডি ফ্লাওয়ার দেশের হয়ে টানা ১৭২টি ম্যাচ খেলেছেন।

ওয়ানডের মত আফগানিস্তানের প্রথম টেস্টেও খেলেছিলেন নবী। চলতি বছরের জুনে টেস্ট অভিষেক ঘটেছিল আফগানিস্তানের।



শেয়ার করুন :


আরও পড়ুন

সিরিজে সমতা আনলো আয়ারল্যান্ড

সিরিজে সমতা আনলো আয়ারল্যান্ড

এশিয়া কাপের দলে সাকিব, বাদ সাব্বির

এশিয়া কাপের দলে সাকিব, বাদ সাব্বির

বাংলাদেশের চ্যালেঞ্জটা ছিল ভিন্ন রকম : হাথুরু

বাংলাদেশের চ্যালেঞ্জটা ছিল ভিন্ন রকম : হাথুরু

মাশরাফি-সাকিবদের বুকে-ক্যাপে থাকছে না রবি

মাশরাফি-সাকিবদের বুকে-ক্যাপে থাকছে না রবি