তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক আয়ারল্যান্ডকে ২৯ রানে হারিয়েছে সফরকারী আফগানিস্তান। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানরা।
বেলফাস্টে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় আয়ারল্যান্ড। ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। তিন নম্বরে ব্যাট হাতে নেমে গুলবাদিন নাইব সর্বোচ্চ ৬৪ রান করেন। এছাড়া হাসমতউল্লাহ শাইদি ৫৪ ও রহমত শাহ ২৯ রান করেন। আয়ারল্যান্ডের টিম মুরতাগ ৩১ রানে ৪ উইকেট নেন।
জয়ের জন্য ২২৮ রানের টার্গেটে খেলতে নেমে নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারাতে থাকলে ১৯৮ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। তিন নম্বরে নামা এন্ডি বালব্রিনি ৮২ বলে ৫৫ রানের ইনিংস খেলেও দলের হার এড়াতে পারেননি। আফগানিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন মোহাম্মদ নবী-রশিদ খান ও আফতাব আলম।
একই ভেন্যুতে আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
Afghanistan beat @Irelandcricket by 29 runs in the first ODI match of the series. Thus, taking a 1-0 lead in the three-match ODI series.
— Afghan Cricket Board (@ACBofficials) August 27, 2018
The next match of the series will be played on wednesday, 29th August. #AFGvIRE #1stODI pic.twitter.com/Erhlj8NbsM