নতুন বলে টানা ব্যর্থ হওয়ায় এবার দল থেকেই বাদ পড়লেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ওয়ানডে থেকে লিটন দাসকে বাদ দিয়ে জাকের আলী অনিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিম্চিত করা হয়েছে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে শূন্য রান আউট হয়েছেন লিটন দাস। ফলে লিটনের বদলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের দলে ডাক পেয়েছেন টি-টোয়েন্টিতে চমক দেখানো জাকের আলী। টি-টোয়েন্টির পর বদলি হিসেবে ওয়ানডেতেও ডাক পেলেন তিনি।
গত ৪ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মূল জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন জাকের আলী। এবার সব কিছু ঠিক থাকলে সিরিজের শেস ওয়ানডে ম্যাচেও দেখা যেতে পারে জাকের আলী অনিককে।
তিন ম্যাচ সিরিজের ১-১ জয়ে সমতা বিরাজ করছে। চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। শেষ ম্যাচটি যে জিতবে তরাই ওয়ানডে সিরিজের শিরোপা জয় করবে। এর আগে সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে সফরকারী শ্রীলঙ্কা।
শেষ ম্যাচে বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।