আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ১'শ উইকেট শিকার পূর্ণ করলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে এ মাইলফলক স্পর্শ করেন টাইগার পেসার। বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে ওয়ানডেতে ১শ শিকার পূর্ণ করলেন তাসকিন।
শ্রীলঙ্কার বিপক্ষে এ ম্যাচের আগে উইকেট শিকরের সেঞ্চুরি থেকে মাত্র ২ উইকেট দূরে ছিলেন তাসিকন। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামেন তাসকিন।
একই স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ রানে ৩ উইকেট শিকার করেন তাসকিন। পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই ওয়ানডেতে ১শ উইকেটের ক্লাবে নাম লেখালেন ছন্দে থাকা এ টাইগার পেসার।
শুক্রবার (১৫ মার্চ) ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই উইকেট শিকার করেন তাসকিন। লঙ্কান অধিনায়ক কুশল ম্যান্ডিস (১৬) রানে সাজঘরে ফিরিয়ে ৯৯তম উইকেট শিকারে নাম লিখান। এরপর ৩৮তম ওভারের শেষ বলে সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা চারিথ আসলাঙ্কাকে (৯১) সাজঘরে ফিরিয়ে দেন তিনি।
Congratulations Taskin Ahmed , 100 International ODI Wicket...#TaskinAhmed#Sportsmail24 pic.twitter.com/JXHJhNezxs
— Sportsmail24.com (@sportsmail24) March 15, 2024
তাসকিনের আগে বাংলাদেশের সাতজন বোলার সাকিব আল হাসান (৩১৭), মাশরাফি বিন মর্তুজা (২৬৯), আব্দুর রাজ্জাক (২০৭), মোস্তাফিজুর রহমান (১৬২), রুবেল হোসেন (১২৯), মোহাম্মদ রফিক (১১৯) এবং মেহেদি হাসান মিরাজ (১০৩) ওয়ানডেতে ১শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন।
২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাসকিনের। অভিষেক ম্যাচেই ৮ ওভারে ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর বাংলাদেশ দলের পেস আক্রমনের অন্যতম ভরসা হয়ে ওঠেন তাসকিন। ক্যারিয়ারের ৭২তম ম্যাচে ৭০তম ইনিংসে এসে ১০০ উইকেট শিকার করলেন ডান-হাতি এ পেসার। অভিষেক ম্যাচে বোলিং ফিগারই তার ক্যারিয়ার সেরা পারফরমেন্স। ক্যারিয়ারে এখন পর্যন্ত ইনিংসে মোট চারবার ৪ উইকেট ও দু’বার ৫ উইকেট করে শিকার করেছেন তাসকিন।