শিবলির সেঞ্চুরি, ফাইনালে টাইগার যুবাদের পূঁজি ২৮২ রান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৩
শিবলির সেঞ্চুরি, ফাইনালে টাইগার যুবাদের পূঁজি ২৮২ রান

আশিকুর রহমান শিবলি সেঞ্চুরিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ২৮৩ রানের লক্ষ্য ছুড়ে দিলো টাইগার যুবারা। শিবলির সেঞ্চুরি ছাড়াও ব্যাট হাতে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান এবং আরিফুল ইসলাম ফিফটি করেছেন।

রোববার (১৭ ডিসেম্বর) দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিসান আলমের সাথে ব্যাট হাত ওপেনিংয়ে মাঠে নামেন আশিকুর রহমান শিবলি। ইনিংসের সপ্তম ওভারে দলীং ১৪ রানে উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশের। ১৫ বল খেলে ১ চারে ব্যক্তিগত ৭ রানে জিসান ফিরলে চৌধুরী মো. রিজওয়ানের সাথে জৃুটি গড়েন শিবলি।

রিজওয়ান-শিবলির ব্যাট থেকে ১২৫ রানর জুটি পায় বাংলাদেশ। দলীয় ১৩৯ রানে ৬০ রান করা রিজওয়ান আউট হলে দ্বিতীয় উইকেট হারায় টাইগাররা। ৭১ বল খেলে চারটি চার ও এক ছক্কার নিজের ইনিংস সাজান তিনি।

রিজওয়ানের পর চতুর্থ ব্যাটার হিসেবে মাঠা নামা আরিফুল ইসলামের সাথেও বড় জুটি গড়েন শিবলি। ৪০ বলে ফিফটি (৫০) করার পর আরিফুল ফিরে গেলে ৪৩.২ ওভারে দলীয় ২২৫ রানে তৃতীয় হারায় বাংলাদেশের যুবারা। আরিফুলের সাশে শিবলির এ জুটি থেকে আসে ৮৬ রান।

তৃতীয় উইকেট হরানোর পর আর কারো সাথে বড় জুটি গড়তে পারেননি শিবলি। বাকিদের যাওয়া-আসার মাঝে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ২১ রান করেন। শেষ ৫ ওভারে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ব্যক্তিগত ১২৯ রানে সাজঘরে ফিরেন শিবলি। ১৪৯ বলে শিবলির এই ইনিংসে ১২টি চার ও একটি ছক্কার মার ছিল।

চলমান এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন শিবলি। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে অপরাজিত ১১৬ রান করেছিলেন তিনি।

 



শেয়ার করুন :