অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১২ পিএম, ১৬ নভেম্বর ২০২৩
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় সেমিফাইনালে প্রোটিয়াদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

বিশ্বকাপে চারবার ১৯৯২, ১৯৯৯, ২০০৭ ও ২০১৫ সাল সেমিফাইনালে খেলেছে দক্ষিণ আফ্রিকা। তবে কোনবারই ফাইনালের টিকেট পায়নি, এর মধ্যে অস্ট্রেলিয়ার কাছেই দুইবার হেরেছে তারা। ফলে আজকের ম্যাচটি দুর্দান্ত ফর্মে থাকা প্রোটিয়াদের জন্য বাড়তি উদ্দীপনা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন প্রোটিয়া অধিনায়ক বাভুমা। তবে ফাইনালে যাওয়ার লড়াইয়ে একাদশে আছেন তিনি। এছাড়া ইডেনের স্পিন সহায়ক উইকেটের কথা ভেবে লেগ স্পিনার তাবরেজ শামসিকে একাদশে রেখেছে তারা। আছেন কেশব মহারাজও।

অন্যদিকে, অস্ট্রেলিয়া পেস অলরাউন্ডার মার্কাস স্টইনিসকে বসিয়ে একজন ব্যাটার বাড়িয়েছে। একাদশে আছেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানে। সেক্ষেত্রে গ্লেন ম্যাক্সওয়েল ও মিশেল মার্শকে দশ ওভার বোলিংয়ের দায়িত্ব নিতে হবে।

দক্ষিণ আফ্রিকার একাদশ
কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, গেরাল্ড কোয়েটজে, কাগিসু রাবাদা, তাবরেজ শামসি।

অস্ট্রেলিয়ার একাদশ
ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিশেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংগলিস, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজলউড।



শেয়ার করুন :