নিজেদের মাঠে চলমান বিশ্বকাপে ফাইনালে পা রাখলো রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। শ্রেয়াস আইয়ার ও বিরাট কোহলির বিশ্ব রেকর্ড গড়া সেঞ্চুরির পর মোহাম্মদ শামীর দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে স্বাগতিকরা। গত বিশ্বকাপে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড।
বুধবার (১৫ নভেম্বর) বিশ্বকাপের প্রথমে সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। ব্যাট হাতে শ্রেয়াস আইয়ার ও বিরাট কোহলির বিশ্ব রেকর্ড গড়া সেঞ্চুরিতে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৯৭ রানের পাহাড় গড়ে স্বাগতিক ভারত।
এ ইনিংস দিয়ে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ৫০তম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন কোহলি। এতে স্বদেশী শচীন টেন্ডুলকারের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে যায়। বিশ্ব রেকর্ড গড়া সেঞ্চুরির ইনিংসে ১১৭ রান করেন কোহলি। ১০৫ রান করেন আইয়ার।
জবাবে ব্যাট করতে নেমে ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের ব্যাটে প্রতিরোধ গড়লেও জয়ের বন্দরে পৌঁছতে পারেনি নিউজিল্যান্ড। দলীয় ২৯৫ রানে গ্লেন ফিলিপস (৪১) আউট হওয়ার পর ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংস।
শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারে ৩২৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ফলে ৭০ রানের ব্যবধানে জয় পেয়ে ফাইনালে পা রাখলো স্বাগতিক ভারত। দেশটির পক্ষে বল হাতে ৯.৫ ওভার বল করে ৫৭ দিয়ে ৭ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামী।