বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। লকআউট পর্বের এই ম্যাচে একাদশে কোন পরিবর্তন আনেনি স্বাগতিকরা। নিউজিল্যান্ডও কোন পরিবর্তন আনেনি।
লিগ পর্বের খেলা শেষ হওয়ার পর দুইদিন বিরতি দিয়ে মাঠে গড়ালো নকআউট পর্বের খেলা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল শুরু হলো। আসরের দ্বিতীয় সেমিফাইলান ম্যাচ মাঠে গড়াবে বুধবার।
২০১৯ সালেও সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে ভারতকে বিদায় করে ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। এবার ভারতের সামনে সেই হারের প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।