দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতা আনলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ওয়ানডে ৫ উইকেটে জিতেছিল পাকিস্তান নারী দল।
মঙ্গলবার (৭ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানার হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান করে বাংলাদেশ। ৩টি চারে ১০৪ বলে ৫৪ রান করেন নিগার।
এ ম্যাচ দিয়ে ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৯বার নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়েন নিগার সুলতানা জ্যোতি। এছাড়াও বাংলাদেশের পক্ষে ওপেনার ফারজানা হক ৪০ রান করেন। পাকিস্তানের সাদিয়া ইকবাল ও নাশরা সান্ধু ২টি করে উইকেট নেন।
জবাবে ৪৯.৫ ওভারে পাকিস্তান ১৬৯ রানে অলআউট হলে ম্যাচটি টাই হয়। বাংলাদেশের পক্ষে ২৯ রানে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রাবেয়া খান। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ-পাকিস্তান সমান রান করলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়।
সেখানে ১ ওভারে ২ উইকেটে ৭ রান করে পাকিস্তান। জবাবে ৮ রানের টার্গেট প্রথম ৫ বলে ১ উইকেট হারিয়ে ৬ রান তুলে বাংলাদেশ। শেষ বলে ২ রানের প্রয়োজনে ৪ মারেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া নিগার।