বিশ্বকাপের ৩৮তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বিশ্বকাপ মঞ্চে শ্রীলঙ্কার বিপক্ষে কোন জয় নেই বাংলাদেশের। এখন পর্যন্ত বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়ে তিনবার জয় পেয়েছে শ্রীলঙ্কা। বাকি ১টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।
২০০৩ সালে ১০ উইকেটে, ২০০৭ সালে ১৯৮ রানে এবং ২০১৫ সালে ৯২ রানে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। ২০১৯ সালের সর্বশেষ আসরের ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।
এছাড়া এখন পর্যন্ত ওয়ানডেতে ৫৩বার একে অপরের বিপক্ষে খেলেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তবে জয়ের দিক দিয়ে এগিয়ে লঙ্কানরা। ৪২ ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ জিতেছে মাত্র ৯টিতে। বাকি ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
চলতি বছরের গত আগস্টে এশিয়া কাপে সর্বশেষ ওয়ানডে ফরম্যাটে দেখা হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কার। সেখানেও হারের মুখ দেখেছে বাংলাদেশ। এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশকে ৫ উইকেটে এবং সুপার ফোরে ২১ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা।
এদিকে, চলমান বিশ্বকাপেও বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। বাছাইপর্ব খেলে বিশ্বকাপে আসা দলটি এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে রয়েছে তারা। যেখানে সমান সংখ্যক ম্যাচ খেলে মাত্র এক জয়ে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে রয়েছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে এ ম্যাচে জয় না পেলে রান রেটে পেছিয়ে পড়ে টেবিলের তলানীতে চলে যাবে টাইগার ক্রিকেটারা। সেক্ষেত্রে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ৯ম স্থানে উঠে আসবে।