তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানেডেতে পাকিস্তানের বিপক্ষে ৮১ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা। মিরপুরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি মেয়েদের বোলিং তোপে ৩১.৫ ওভারে শেষ হয়ে গেছে বাংলাদেশের ইনিংস। ব্যাট হাতে সর্বোচ্চ ১৮ রান করেছে ফাহিমা খাতুন।
শনিবার (৪ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে অধিনায়কের এ সিদ্ধান্তের রেজাল্ট দিতে পারেনি টাইগ্রেস ব্যাটাররা।
শামীমা সুলতানা এবং ফারজানা হকের উদ্বোধনী জুটি থেকে ১৮ রান পায় বাংলাদেশ। ইনিংসের ৮ম ওভারে শামীমা সুলতানা (৬) ফিরে গেলে ভাঙে উদ্বোধনী জুটি। পরের বলেই খালি হাতে ফিরেন ওয়ান ডাউনে নামা সোবহানা মোস্তারি (০)।
পাকিস্তানী বোলার সাদিয়া ইকবালের জোড়া আঘাতে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। এরপর ফারজানা হকের সাথে উইকেটে জুটি বাঁধেন অধিনায়ক। তবে হতাশ করেন ফারজানা।
৩৭ বলে ব্যক্তিগত ৮ রানে ফারজানা ফিরলে দলীয় ১৫ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে সাজঘরে ফিরেন টাইগ্রেস ব্যাটাররা। মাঝে ফাহিমা খাতুন এবং রিতু মনি ব্যাটে লজ্জা থেকে রক্ষা পায় বাংলাদেশ।
ফাহিমা খাতুন ১৮ এবং রিতু মনির ১৪ রানে নিজেরদের সর্বনিম্ন স্কোর (৬০) পার করে বাংলাদেশ। তিন ব্যাটারের ডাবল অংকের ইনিংস ছাড়া বাকি সবাই ছিলেন সিঙ্গেল ডিজিটে।
পাকিস্তানের পক্ষে বল হাতে ৪ উইকেট শিকার করেন সাদিয়া ইকবাল। এছাড়া উম্মে হানি এবং নিদা দার ৩টি করে উইকেট পেয়েছেন।