ফিল্ডিংয়ে পাকিস্তান, ফিরলেন উইলিয়ামসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৩ এএম, ০৪ নভেম্বর ২০২৩
ফিল্ডিংয়ে পাকিস্তান, ফিরলেন উইলিয়ামসন

বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। ম্যাচটিতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ইনজুরিতে ফিরে এ ম্যাচ দিয়ে আবারও একাদশে ফিরেছেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।

পয়েন্ট টেবিলের পাকিস্তানের চেয়ে ভালো অবস্থায় রয়েছে নিউজিল্যান্ড। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে পাকিস্তান। আর সমান সংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে নিউজিল্যান্ড। কিউইদের চেয়ে এক ধাপ পিছিয়ে থাকায় জয় ছাড়া অন্য কোন বিকল্প নেই পাকিস্তানের সামনে।

টানা চার জয়ের বিশ্বকাপ শুরু করেছিল নিউজিল্যান্ড। নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের কাছে হেরে জয়রথ থামে কিউইদের। এরপর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা কাছেও হেরে যায় নিউজিল্যান্ড। টানা তিন ম্যাচ হেরে কোনঠাসা হয়ে পড়েছে গত বিশ্বকাপের রানার্স-আপরা।

হেরে যাওয়া শেষ তিন ম্যাচে ইনজুরি সমস্যা বেশি ভুগিয়েছে নিউজিল্যান্ডকে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আঙুলের ইনজুরিতে পড়েন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামস। এরপর ইনজুরির তালিকায় নাম লেখান মার্ক চাপম্যান ও লুকি ফার্গুসন। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ইনজুরির শিকার হন জিমি নিশাম ও ম্যাট হেনরি।

বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডের পাঁচজন ইনজুরিতে থাকায় একাদশ সাজানোর জন্য নিউজিল্যান্ডের হাতে আছে ১০ জন ফিট খেলোয়াড়। ইনজুরি থেকে ভালো হওয়ায় পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়াসমন।

এদিকে, নিজেদের প্রথম দুই ম্যাচ জয়ের পর টানা চারটি পরাজিত হওয়ায় সেমির পথ বেশ কঠিন হয়ে পড়েছে পাকিস্তানের। সর্বশেষ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেট হারিয়ে আবারও সেমির দৌঁড়ে ফিরেছে দলটি।



শেয়ার করুন :