শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়ে সেমিতে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১১ পিএম, ০২ নভেম্বর ২০২৩
শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়ে সেমিতে ভারত

নিজেদের ঘরে চলমান বিশ্বকাপ আসরে টানা সপ্তম জয় তুলে নিলো ভারত। আসরের ৩৩তম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে স্বাগতিকরা। এ জয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করলো রোহিত শর্মারা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে শুভমান গিল-বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রান করে স্বাগতিকরা। ব্যাট হাতে গিল ৯২, কোহলি ৮৮ ও আইয়ার ৮২ রান করেন।

ভারতের ছুঁড়ে দেওয়া রান পাহাড়রে নিচে পরে ১৯.৪ ওভারে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। বিশ্বকাপের নিজেদের ক্রিকেট ইতিহাসে শ্রীলঙ্কার এটি সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

এর আগে বিশ্বকাপে লঙ্কানদের সর্বনিম্ন স্কোর ছিল ৮৬ রান। ১৯৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৬ রানে গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। এছাড়া বিশ্ব আসরে আগে দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ ছিল ভারতের বিপক্ষেই। ২০০৩ আসরে জোহানেসবার্গে ১০৯ রান করেছিল শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কাকে ৫৫ রানে গুটিয়ে দেওয়ার পথে বল হাতে ৫ ওভারে ১৮ রান দিয়ে মোহাম্মদ শামি শিকার করেছেন ৫ উইকেট। এছাড়া ৭ ওভারে ১৬ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন মোহাম্মদ সিরাজ।

এদিকে, শ্রীলঙ্কাকে হারিয়ে সাত ম্যাচে পূর্ণ ১৪ পয়েন্ট অর্জন করে অফিসিয়ালিভাবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো ভারত।

অন্যদিকে, ভারতের কাছে হেরে সাত ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে নেমে গেছে শ্রীলঙ্কা। এ হারে কার্যত সেমিতে খেলার আশা শেষ হয়ে গেছে লঙ্কানদের।



শেয়ার করুন :