পাঁচ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে শীর্ষে উঠলেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউডকে টপকে শীর্ষ স্থান দখল করেছেন তিনি। তবে নতুন তালিকায় পিছিয়ে গেছেন সাকিব, মোস্তাফিজ এবং তাসকিন আহমেদ।
বুধবার (১ নভেম্বর) ওয়ানডে র্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ওয়ানডে বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে এখন পর্যন্ত ১৬ উইকেট নিয়েছেন আফ্রিদি। অস্ট্রেলিয়ার স্পিনার এডাম জাম্পার সাথে আসরে যৌথভাবে শীর্ষে আছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ২৩ রানে ৩ উইকেট নিয়ে র্যাংকিংয়ে শীর্ষে উঠেন আফ্রিদি।
এছাড়া বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পেসারদের মধ্যে দ্রুততম ১শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন আফ্রিদি। এতে ৬৭৩ রেটিং নিয়ে শীর্ষে উঠেছেন আফ্রিদি। পাকিস্তানি এ পেসার শীর্ষে ওঠায় দ্বিতীয় ও তৃতীয়স্থানে নেমে গেছেন যথাক্রমে- হ্যাজেলউড ও ভারতের মোহাম্মদ সিরাজ।
ব্যাটিং তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তবে দ্বিতীয়স্থানে থাকা ভারতের শুভমান গিলের সাথে রেটিং ব্যবধান এখন মাত্র দুই। বাবরের আছে ৮১৮ রেটিং এবং গিলের আছে ৮১৬ রেটিং। এছাড়া ৩১৬ রেটিং নিয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
ব্যাটিং তালিকায় বাংলাদেশের পক্ষে চার ধাপ পিছিয়ে ৩১তম স্থানে অছেন মুশফিকুর রহিম। এক ধাপ এগিয়ে ৪৯তমস্থানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর বোলিং তালিকায় এক ধাপ পিছিয়ে ২৩তমস্থানে সাকিব, সাত ধাপ পিছিয়ে ৪০তমস্থানে মোস্তাফিজুর রহমান এবং তিন ধাপ পিছিয়ে ৬৮তমস্থানে নেমে গেছেন তাসকিন আহমেদ।