মিরপুরে পাকিস্তান নারী দলের বিপক্ষে অনুষ্ঠিতব্য তিন ম্যাচ সিরিজের জন্য বাংলাদেশ নারীদের দল ঘোষণা করেছে বোর্ড। নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ঘোষিত ১৬ সদস্যের দলে ডাক পেয়েছে দুই নতুন মুখ। তারা হলেন- সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার।
চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর ঢাকার মিরপুরে ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ও ১০ নভেম্বর। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের সুমাইয়া আক্তার ঢাকা নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। লিগে ‘রান বন্যা’ বইয়ে দেওয়ার পুরস্কার হিসেবে এবার জাতীয় দলে ডাক পেলেন তিনি।
এছাড়া পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হওয়া নিশিতা আক্তার এবার ওয়ানডে ফরম্যাটেও ডাকে পয়েছেন। তবে ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা লতা মন্ডল বাদ পড়েছেন। এছাড়া মূল দলের সাথে তিনজনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।
পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। এবার মিরপুরে ওয়ানডে লড়াই করবে দুই দল। মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
বাংলাদেশ ওয়ানডে দল
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, রাবেয়া, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার, সুলতানা খাতুন (ফিটনেসের ওপর নির্ভরশীল)।
স্ট্যান্ডবাই: সালমা খাতুন, শরিফা খাতুন, শারমিন আক্তার।