বিশ্বকাপের ২৫তম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বোলারদের তোপের মুখে ১৫৬ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ড। ৩২.২ ওভারে গুটিয়ে যাওয়া ইংল্যান্ডের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৩ রান করেছেন বেন স্টোকস। লঙ্কান বোলারদের মাঝে ৩ উইকেট শিকার করেছেন লাহিরু কুমারা।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিলেন দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং ডেভিড মালান। দুজনের ব্যাট থেকে ৪৫ রানের ওপেনিং জুটির রান পায় ইংল্যান্ড। ইনিংসের সপ্তম (৬.৩) ওভারে মালান ব্যক্তিগত ২৮ রানে সাজঘরে ফিরলে ইংলিশদের ওপেনিং জুটি ভাঙে।
মালান ফেরার পর জো রুট নেমে মাত্র ৩ রানেই রান আউটে কাটা পড়েন। এরপর উইকেটে বেয়ারস্টোর সঙ্গী হোন বেন স্টোকস। তবে ইনিংসের ১৪তম ওভারে বেয়ারস্টো (৩০) ফিরলে খেই হারিয়ে ফেলে ইংল্যান্ড। একপাশে বেন স্টোকস রান করলেও বাকি ব্যাটারদের যাওয়া আসার মাঝে রাখের লঙ্কার বোলাররা।
বেন স্টোক ছাড়া বাকি সাত ব্যাটারের ব্যাট থেকে আসে ৪৫ রান। তাদের মধ্যে মঈন আলী ১৫ এবং ডেভিড উইলি অপরাজিত ১৪ রান করেন। এর আগে ইনিংসের ৩১তম ওভারে ব্যক্তিগত ৪৩ রানে সাজঘরে ফিরেছিলেন বেন স্টোকস।
লঙ্কান বোলারদের তোপের মুখে ৩৩.২ ওভারেই গুটিয়ে যায় ইংল্যান্ড। ইংলিশদের গুটিয়ে দেওয়ার পথে বল হাতে শ্রীলঙ্কার লাহিরু কুমারা ৩টি, কাসুন রাজিথা এবং অ্যাঞ্জেলা ম্যাথিউজ ২টি করে উইকেট শিকার করেন।
বিশ্বকাপ মঞ্চে নিজেদের সর্বশেষ চার ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সবগুলোতেই জিতেছে শ্রীলঙ্কা। ২০০৭ সালে ২ রানে, ২০১১ সালে ১০ উইকেটে, ২০১৫ সালে ৯ উইকেটে এবং ২০১৯ সালে ২০ রানে ইংলিশদের হারিয়েছিল শ্রীলঙ্কা। তবে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম পাঁচ ম্যাচে (১৯৮৩ থেকে ১৯৯২ সাল পর্যন্ত) জয় পেয়েছিল ইংল্যান্ড।