বিশ্বকাপের এখন পর্যন্ত অপরাজিত থাকা ভারত এবং নিউজিল্যান্ড এবার জয় ধরে রাখার চ্যালেঞ্জের মুখে। আসরের ২১তম ম্যাচে মুখোমুখি হয়েছে দল দুটি। ম্যাচটিতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ফলে প্রথমে ব্যাট করছে নিউজিল্যান্ড।
বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি করে ম্যাচ খেলে ভারত এবং নিউজিল্যান্ড উভয় দলই অপরাজিত রয়েছে। তবে সমান সংখ্যক ম্যাচে সমান জয়ে নিয়ে সমান পয়েন্ট অর্জন করলেও রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
এ ম্যাচে জয় তুলে শীর্ষস্থান আরও মজবুদ করার সুযোগ নিউজিল্যান্ডের সামনে। অন্যদিকে, নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের সামনে সুযোগ শীর্ষস্থান দখল করার।
বাংলাদেশের বিপক্ষে বল করার সময় ইনজুরিতে পড়ায় এ ম্যাচে খেলছেন না হার্দিক পান্ডিয়া। এছাড়া ম্যাচটতে আরও িএকটি পরিবর্তন আনা হয়েছে। ভারতের একাদশে নেই শার্দুল ঠাকুর।
তাদের দু’জনের জায়গায় একাদশে ডাক পেয়েছেন মোহাম্মদ শামি ও সূর্যকুমার যাদব। ভারতের একাদশে দুটি পরিবর্তন থাকলেও অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে নিউজিল্যান্ড।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।
নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।