বিশ্বকাপে চ্যম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দেওয়ার ম্যাচে মেজাজ হারিয়ে আইসিসি আচরণবিধি ভঙ্গ করায় তিরস্কৃত হলেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ। আচরণবিধির লেভেল ওয়ান লঙ্ঘনের কারণে গুরবাজকে তিরস্কার করার পাশাপাশি নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানানো হয়, রহমানুল্লাহ গুরবাজ তিরস্কার করা হলেও কোন জরিমানা করা হয়নি। এছাড়া গুরবাজের শাস্তিমূলক রেকর্ড হিসেবে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে আফগানিস্তানের ইনিংসের ১৯তম ওভারে। আউট হওয়ার পর গুরবাজ তার ব্যাট বাউন্ডারি দড়ি এবং একটি চেয়ারে আঘাত করেছিলেন। যা আইসিসি কোড অব কন্ডাক্টের ধারা ২.২ লঙ্ঘন। দিল্লিতে রোববার ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ৫৭ বলে ৮০ রানের ইনিংস খেলেছিলেন গুরবাজ।
গুরবাজ অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারিদের এমিরেটস আইসিসি এলিট প্যানেলের জেফ ক্রো কর্তৃক প্রস্তাবিত অনুমোদন গ্রহণ করেছেন, যার ফলে পরে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।