বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। রোববার (১৫ অক্টোবর) চলমান বিশ্বকাপের ১৩তম ম্যাচটি দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে তারা। বাংলাদেশকে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে ইংলিশরা।
আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয় জয় তুলে নেওয়ার আশা বর্তমান চ্যাম্পিয়নদের। অন্যদিকে, বিশ্বকাপে নিজেদের দুই ম্যাচ খেলে দুটিতেই হারের স্বাদ পাওয়া আফগানিস্তানের আশা ইংল্যান্ডকে হারিয়ে প্রথম জয়। তবে বিশ্বকাপের মঞ্চে দু’বারের লড়াইয়েই জয় পেয়েছে ইংল্যান্ড।
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ইংলিশরা। তবে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে আফগানরা। নাজিবুল্লাহ জাদরানের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন আজমত।
ইংল্যান্ডের একাদশ
ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, রিস টপলি, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড ও আদিল রশিদ।
আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, আজমত, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক ও ফজল হক ফারুকী।