ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে জরিমানার কবলে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচটিতে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলের ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করেছে আইসিসি। এর আগে চলমান বিশ্বকাপে প্রথম দল হিসেবে স্লো ওভারে রেটের কারণে জরিমানা দিয়েছে শ্রীলঙ্কা।
মঙ্গলবার (১০ অক্টোবর) ধর্মশালায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেও ইংলিশ ব্যাটারদের আটকাতে পারেনি টাইগার বোলাররা।
ডেভিড মালানের ১৪০ রানের ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৪ রানের সংগ্রহ গড়ে ইংল্যান্ড। জবাবে ১০ বল বাকি থাকতে ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন লিটন। তবে ১৩৭ রানের বড় ব্যবধানের হার থেকে রক্ষা পায়নি বাংলাদেশ ক্রিকেট দল।
দক্ষিণ আফ্রিকার তাণ্ডবের ম্যাচে শ্রীলঙ্কার জরিমানা
ইংলিশ ব্যাটারদের আটকাতে মোট ছয়জন বোলার বল করেছেন। তবে রান আটকাতে সম্ভব হয়নি। ম্যাচটিতে নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার বেশি সময় লেগেছে বাংলাদেশ। ফলে আইসিসির নিয়ম অনুযায়ী বাংলাদেশ দলকে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ এ অভিযোগ করেছেন। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান দোষ স্বীকার করে নেওয়া আনুষ্ঠানিকভাবে আর শুনানির প্রয়োজন হয়নি।
এর আগে চলমান বিশ্বকাপে শ্রীলঙ্কার বোলারদের এলোমেলো করে দিয়ে বিশ্বকাপে রেকর্ড সংগ্রহ গড়েছে দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে স্লো ওভার রেটের কারণে লঙ্কা দলকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। যা চলমান বিশ্বকাপে প্রথমে কোন দল জরিমানার ছিল।