বিশ্বকাপে বাংলাদেশ দলের ওপেনিং জুটি নিয়ে ভুগতে হচ্ছে। চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা দুটি ম্যাচেই ভালো শুরু দিতে পারেনি ওপেনিং জুটি। প্রথম ম্যাচে ১৯ রানের পর দ্বিতীয় ম্যাচে উদ্বোধনী জুটি থেকে এসেছে ১৪ রান। ইংল্যান্ডের বিপক্ষে হারের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন, ওপেনিং একটি উদ্বেগের বিষয়। তবে লিটন দাস রানে ফেরায় স্বস্তিও প্রকাশ করেন তিনি।
ভারতের ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক পেয়েছে বাংলাদেশ। তবে ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেও ১৯ রানেই ভাঙে টাইগারদের ওপেনিং জুটি। ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলেই ব্যক্তিগত ৫ রানে সাজঘরে ফিরেন তানজিদ হাসান তামিম।
তানজিদ তামিম ছাড়াও ওই ম্যাচে ব্যক্তিগত ১৩ রানে ফিরেন অপর ওপেনার লিটন কুমার দাস। ফলে সপ্তম ওভারের চতুর্থ বলে দলীয় ২৭ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। শুধু তাই নয়, বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও হতাশ করেছে টাইগারদের ওপেনিং জুটি।
ইংল্যান্ডের ৩৬৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৪ রানেই উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশের। প্রথম ম্যাচে ৫ রান করা তানজিদ তামিম এবার ফিরেন ২ বল মোকাবেলা করে মাত্র ১ রানে। তবে তানজিদ তামিম ব্যর্থ হলেও ম্যাচটিতে ৭৬ রানের ইনিংস খেলেন লিটন দাস।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওপেনিং জুটি নিয়ে উদ্বেগ রয়েছে কিনা জানতে চাইলে টাইগার কোচ বলেন, “এটা একটা উদ্বেগের বিষয়, আমরা স্কোর করতে পারছি না। তবে লিটনের ফর্মে ফেরাটা আমাদের জন্য ভালো ছিল।”
টানা দুই ম্যাচে ওপেনার তানজিদ তামিমকে নিয়ে কোচ বলেন, “তানজিম দুই অনুশীলন ম্যাচে রান করেন, তখন সে ফর্মে ছিলেন। দুটি ম্যাচে ব্যর্থ হয়েছে, বিশ্বকাপে এটা যেকোনো দলের হয়েই হতে পারে। আমি আশা করছি, ছেলেরা লড়াই করবে। কারণ, বেশিরভাগ ব্যাটার এখন ফর্মে আছে এবং আশা করছি সামনের ম্যাচগুলোতে আমরা একটি গ্রুপ হিসাবে পারফর্ম করবো।”
বিশ্বকাপের আগে মাত্র ৫টি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছে তানজিদ তামিম। ফলে তরুণ এ ব্যাটার ওপেনিংয়ে চাপ অনুভব করছে কিনা সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়।
হাথুরুসিংহে বলেন, “সে (তানজিদ তামিম) দুইবার আউট হয়েছে, তবে প্রথম দুই অনুশীলন ম্যাচেও রানে ছিলে। সে সবেমাত্র আন্তর্জাতিক ক্রিকেটে নামছে। আপনি যদি কাউকে দুই ইনিংস দিয়ে বিচার করেন তাহলে মালানও এ খেলাটি খেলবে না। সুতরাং, আমাদের ধৈর্য ধরতে হবে।”