ভারতের ধর্মশালায় আফগানিস্তান ক্রিকেট দলকে হারিয়ে দিলেও একই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে হারের স্বাদ পেল বাংলাদেশ। একই মাঠে বাংলাদেশের দুই রকম পারফর্ম্যান্স নিয়ে চলছে নানা বিচার বিশ্লেষণ। তবে সবকিছু ছাপিয়ে আলোচনা চলে এসেছেন বাংলাদেশের তরুণ ব্যাট তানজিদ হাসান তামিম।
তামিম ইকবালের পরিবর্তে বিশ্বকাপে ডাক পাওয়া এ টাইগার ব্যাটার দুই ম্যাচেই হতাশ করেছেন। তবে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে বল হাতে দারুণ খেলেছেন শেখ মেহেদী হাসান।
বাংলাদেশ বিশ্বকাপ দলে সবচেয়ে চমক ছিল ওপেনার তামিম ইকবালকে বাদ দেওয়া। অবসর থেকে ফিরিয়ে আনা হলেও শেষ পর্যন্ত তাকে আর বিশ্বকাপ দলে রাখা হয়নি। ইনজুরির কারণ দেখিয়ে বিশ্বকাপ দলে তামিম ইকবালকে রাখা না হলেও এর পরের ঘটনা সকলেরই জানা।
তামিম ইকবালের পরিবর্তে একাদশে ওপেনিংয়ে লিটন দাসের জুটি বাঁধতে তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিমকে বিশ্বকাপ দলে নেওয়া হয়। লিস্ট ‘এ’ এবং ফাস্ট ক্লাস ক্রিকেটে ৩টি করে মোট ৬টি সেঞ্চুরি থাকা এ ক্রিকেটার বিশ্বকাপের আগে ওয়ানডে ম্যাচ খেলেছেন মাত্র ৫টি। যেখানে ব্যাট মোট ৩৪ রান তার পূঁজি। আর সর্বোচ্চ রানের ইসিংস ছিল ১৬ রানের।
এমন একজন তরুণ ব্যাটারকে নিয়ে বিশ্বকাপ মঞ্চে বাজি ধরার ফল পাচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপ মঞ্চে নির্বাচকদের পছন্দের দাম দিতে পারছে না জুনিয়র তামিম। পর পর দুই ম্যাচেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ বড় ব্যবধানে জয় পেলেও ব্যাট হাতে ব্যর্থতার দলের ছিলেন তানজিদ তামিম। লিটন দাসের সাথে ওপেনিংয়ে নেমে ১৩ বলে করেছিলেন ৫ রান। প্রথম ম্যাচে ব্যর্থতার পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তানজিদ তামিম।
ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরে তানজিদ তামিম। মাথা নিচু করে মাঠ ছাড়ার আগে করেন ২ বলে ১ রান।
এদিকে, তানজিদ তামিম ব্যর্থ হলেও বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে দারুণ বল করেছেন শেখ মেহেদী হাসান। মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে তাকে একাদশে নেওয়ার সম্মানও রেখেছেন তিনি।
ইংলিশদের বিপক্ষে বাকি পাঁচ বোলার যখন মার খাচ্ছিল, তখন বল হাতে ইংলিশ শিবিরে আঘাত হেনেছেন শেখ মেহেদী। ৮ ওভার হাত ঘুড়িয়ে ৭১ রান দিলেও শিকার করেছেন মূর্লবান ৪টি উইকেট।