বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দারুণ এক জয় তুলে নিলো নিউজিল্যান্ড। গত বিশ্বকাপে সুপার ওভারে হেরে যাওয়া ইংল্যান্ডকে হারিয়ে জয় দিয়ে ভারত বিশ্বকাপ শুরু করলো তারা। ব্যাট হাতে জোড়া সেঞ্চুরি করেছেন ডেভন কনওয়ে এবং রাচিন রবিন্দ্র।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮২ রাানের সংগ্রহ গড়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৮২ বল বাকি থাকতেই ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
ব্যাট হাতে ডেভন কনওয়ে অপরাজিত ১৫২ এবং রাচিন রবিন্দ্র ১২৩ রানের ইনিংস খেলেছেন। দলীয় ১০ রানে ইয়ং উইল খালি হাতে কনওয়ের সঙ্গী হোন রবিন্দ্র।
১২১ বলে ডেভন কনওয়ের ইনিংসে ২১টি চার ও ৩টি ছক্কার মার ছিল। এছাড়া ৯৬ বলের ইনিংসে ১১টি চারের সাথে ৫টি ছক্কা হাকান রাচিন রবিন্দ্র। দু’জনের ব্যাট থেকে ২৭৩ রানের জুটি পেয়ে বড় ব্যবধানে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
এর আগে ব্যাট করতে নেমে জো রুটের হাফ-সেঞ্চুরি ও লোয়ার অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে ২৮৩ রানের লক্ষ্য দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রানের সংগ্রহ গড়ে ইংলিশরা। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন রুট।