বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অলআউট হওয়ার লজ্জা থেখে রক্ষা পেয়েছে বাংলাদেশ। বৃষ্টি শেষে মাত্র ৪.১ ওভারে চার উইকেট হারিয়ে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে শেষ উইকেট জুটিতে তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামের দারুণ দক্ষতায় সে লজ্জা থেকে রক্ষা পেয়েছে। ইংল্যান্ড ক্রিকেট দলকে ১৮৯ রানের (৪০ ওভার) লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৫৩ রান। তবে বৃষ্টির পর খেলা ৪০ ওভারে নেমে আসলে ব্যাটিং শিবিরে ধস নামে।
ব্যাট করতে নেমে ৪.১ ওভারে আরও ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত তাসকিন আহমেদ (১২*) এবং শরিফুল ইসলামের (৩*) ব্যাট ৪০ ওভারে ১৮৮ রানের সংগ্রহ পায় টাইগাররা।
ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ‘অধিনায়ক’ নাজমুল হোসেন শান্ত। প্রথম প্রস্তুতি ম্যাচের নং দ্বিতীয় ম্যাচের ব্যাট হাতে ওপেন করতে নামেন লিটন দাস এবং তানজিদ হাসান তামিম।
প্রথম ম্যাচে ভালো খেললেও ইংল্যান্ডের বিপক্ষে বড় ইনিংস খেলতে পারেননি লিটন দাস (৫)। তবে প্রথম ম্যাচে পর দ্বিতীয় ম্যাচের ৪৫ রানের ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। তানজিদ সাকিব ছাড়া মেহেদী মিরাজ ৭৫ রানের ইনিংস খেলেন।
তানজিদ সাকিব এবং মিরাজ এবং তাসকিন ছাড়া একমাত্র দুই অংকের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ (১৮)। বাকি সবাই ছিলেন সিঙ্গেল ডিজিটে।