বিশ্বকাপের মূল পর্বের আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করছেন নাজমুল হোসেন শান্ত।
সোমবার (২ অক্টোবর) ভারতের গুয়াহাটিতে বাংলাদেশ ও ইল্যান্ডের মধ্যকার দ্বিতীয় প্রস্তুতি অনুষ্ঠিত হচ্ছে। একই মাথে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ওই ম্যাচে দলের নেতৃত্বে ছিলেন মেহেদী হাসান মিরাজ।
অনুশীলনের সময় পায়ে ব্যথা পাওয়ায় প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও খেলছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তবে প্রথম ম্যাচে বিশ্রামে থাকার পর দ্বিতীয় ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়ক দায়িত্ব পালন করছেন বিশ্বকাপে বাংলাদেশে সহঅধিনায়ক শান্ত।
এদিকে, প্রথম ম্যাচ ন্যায় দ্বিতীয় ম্যাচে ওপেনি জুটি হিসেবে ব্যাটিংয়ে নেমেছে লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম। প্রথম ম্যাচে শতরানের পার্টনাশিপ উপহার দিয়েছিলেন তারা। মূলত ওপেনিং জুটির উপর ভর করেই শ্রীলঙ্কার বিপক্ষে সহজে জয় তুলে নিজেদের প্রস্তুতি শুরু করে বাংলাদেশ।
বিশ্বকাপে বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদ।