মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরি ম্লান করে বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) হায়দারাবাদে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৪৫ রানের পাহাড় গড়ে পাকিস্তান। চার নম্বরে নেমে ৯টি চার ও ২টি ছক্কায় ৯৪ বলে ১০৩ রান করে আহত অবসর নেন রিজওয়ান।
এছাড়া অধিনায়ক বাবর আজম ৮৪ বলে ৮০ ও সৌদ শাকিল ৫৩ বলে ৭৫ রান করেন। নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ৩৯ রানে ২ উইকেট নেন।
জবাবে চার হাফ-সেঞ্চুরিতে ৩৮ বল বাকি রেখেই ৩৪৬ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। মেইকশিপ্ট ওপেনার রাচিন রবীন্দ্র ১৬টি চার ও ১টি ছক্কায় ৭২ বলে ৯৭ রান করেন।
হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘ ছয় মাস পর ব্যাটিংয়ে নেমে ৮টি চারে ৫০ বলে ৫৪ রানের ইনিংস খেলে আহত অবসর নেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।
এরপর ড্যারিল মিচেলের ৫৭ বলে ৫৯, মার্ক চাপম্যানের ৪১ বলে অপরাজিত ৬৫ এবং জেমস নিশামের ২১ বলে ৩৩ রানের সুবাদে জয়ের স্বাদ পায় নিউজিল্যান্ড। পাকিস্তানের উসামা মীর ২ উইকেট নেন।
২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ড এবং ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান।